সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামুয়ালাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই “করোনা (কোভিড-১৯)” থেকে সচেতন ও সুস্থ আছেন। এই দূর্যোগের সময়ে “করোনা” সংক্রমণ থেকে দূরে থাকতে সরকারের নির্দেশে সকল স্কুল ও কলেজ এর সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা সকলে সচেতন থাকলে ইনশাআল্লাহ্ এই দূর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারব এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। এই সময়ে আমরা আমাদের সন্তানদের পড়ালেখা নিয়েও চিন্তিত। বাচ্চাদের আমরা এইসময়ে সাবধান ও সচেতন রাখব এবং পাশাপাশি যতটা সম্ভব পড়ালেখাও চালিয়ে যাব। আপনারা যাতে বাসায় বসে আপনার সন্তানকে কিছুটা স্বাভাবিক পড়ালেখায় ব্যস্ত রাখতে পারেন এই জন্য আমরা মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি হাতে নিয়েছি বেশ কিছু বিশেষ উদ্যোগ। আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের “ভার্চুয়াল/অনলাইন ক্লাস” এর সাথে। আমরা সবাই যেহেতু ফেসবুক এর সাথে পরিচিত আমরা এখান থেকেই শুরু করব আমাদের ভার্চুয়াল/অনলাইন পথচলা, আপনাদের নিয়ে। এই বিষয়ে আপনাদের সর্বাত্তক সহযোগিতা আমাদের কাম্য।
ভার্চুয়াল ক্লাস এর নিয়মাবলিঃ
১। আমাদের ফেসবুক পেজ এ সকল ক্লাস এর জন্য আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে।
২। সকল ক্লাস এর শ্রেণি শিক্ষক ও বিষয় ভিত্তিক শিক্ষক এই গ্রুপে যুক্ত আছেন।
৩। গ্রুপে যুক্ত হবার জন্য আপনাদের দরকার হবে আপনার সন্তান এর কিছু প্রয়োজনীয় তথ্য ( নিচে তা ছবির মাধ্যমে সংযুক্ত করা আছে)
যা যা লাগবেঃ
ক) শিক্ষার্থীর নাম
খ) শিক্ষার্থীর ইউনিক আইডি নম্বর (নিচে সংযুক্ত)
গ) অভিভাবক এর মোবাইল নম্বর (যেটা স্কুলে দেয়া আছে)
ঘ) মাতা ও পিতার নাম
৪। এই তথ্য গুলো চাওয়ার কারন হচ্ছে যাতে করে গ্রুপ গুলতে অনাবশ্যক কেউ যুক্ত হয়ে কোন প্রকার ব্যাঘাত ঘটাতে না পারে। আশা করব সকলে এই বিষয়ে সহযোগিতা করবেন।
৫। গ্রুপে যুক্ত হবার পর বাকি শিক্ষাক্রম সম্পর্কে নিজ নিজ শ্রেণি শিক্ষক এবং বিষয় শিক্ষক বিস্তারিত ব্যাখ্যা করবেন।
৬। যেকোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের প্রশাসনিক নম্বরে ( ০১৭৩৮-৮৪৯৩৬৬ ) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সবশেষে, ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, বাসায় থাকবেন, বাচ্চাদের বাসায় রাখবেন, ধন্যবাদ।
ক্লাস ভিত্তিক গ্রুপ এর লিংক গুলোঃ
https://www.facebook.com/groups/MKMA.Seven/
https://www.facebook.com/groups/MKMA.Six/
https://www.facebook.com/groups/MKMA.Five/
https://www.facebook.com/groups/MKMA.Four/
https://www.facebook.com/groups/MKMA.Three/
https://www.facebook.com/groups/MKMA.Two/
https://www.facebook.com/groups/MKMA.One/
https://www.facebook.com/groups/MKMA.KG/
https://www.facebook.com/groups/MKMA.Nursery/
শুধুমাত্র অভিভাবক ব্যতীত অন্য কাউকে গ্রুপে যুক্ত করা হবে না।