শামুরবাড়ী, লৌহজং, মুন্সিগঞ্জ
প্রতিষ্ঠাতার বাণী

ফরিদুর   রহমান   খান

“আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দক্ষ ও কার্যকর মানবসম্পদের বিকল্প নেই। এই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গতানুগতিক শিক্ষা পদ্ধতির বিকল্প হিসেবে আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষা পদ্ধতির প্রচলন করা এখন সময়ের দাবি। গ্রাম পর্যায়ে অর্থবহ টেকসই শিক্ষা ব্যবস্থার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন করা সম্ভব নয়। এই উপলব্ধি থেকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় ২০১৮ইং সালে মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি স্থাপন করা হয়েছিল। ইতিমধ্যেই বিদ্যালয়টি একটি প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় সুপরিচিতি লাভ করেছে। কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাদানের পাশাপাশি নৈতিক, মানবিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই বিদ্যালয় সচেষ্ট থাকবে। কার্যকর ও মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি দেশের একটি শ্রেষ্ঠ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই আশাবাদ ব্যক্ত করছি।”